কর্ণ কুহরে বাজে আজ ঝরা বকুলের কান্নার প্রতিধ্বনি
অনুভবে নিঃসীম যামিনীর দীর্ঘশ্বাস!
ভালোবাসার পেয়ালায় আজ ধূতরার স্বাদ
আবেগের সমূদ্রে তৃষিত মনের অহর্নিশ সাতার কাটা
নিঃসঙ্গ তটিনীর ফেনিল বুকে ডুবুডুবু স্বপ্ন খেয়া
তবু আমি খুঁজে ফিরি…
বৈশাখের আম্র সুখে বিলিয়ে দেয়া নির্দোষ দস্যিপনা
কৃষ্ণচূড়ার ডালে অচেনা পাখির বিরহী ডাক
পীবরা অশ্বথ তলে ফেলে আসা বিকেলের গল্প
পাতা কুড়ানো গ্রাম্য কিশোরীর বিবর্ণ আগামী
পথের ধারে নুয়ে পড়া বাঁশের ঘন ঝাঁড়ে আলো আঁধারীর খেলা
শীতের দিনে শুকানো কাঁথার ফাঁকে লুকিয়ে থাকা রোদের মিষ্টি গন্ধ
সন্ধ্যাকাশে দিগন্ত জুড়ে সারি বেঁধে উড়ে চলা পারিযায়ী পাখির দল
জেগে উঠা চরে সরষের বিছানো হলদে চাদর।