করোনায় মারা গেলেন হক অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোজাম্মেল হক মোজাম।
করোনায় মারা গেলেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী,সমাজ সেবক,চাঁপাইনবাবগঞ্জ জেলা ধান, চাউল মিল মালিক সমিতির সভাপতি ও মেসার্স হক অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব মোজাম্মেল হক মোজাম,তিনি বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন,তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বর অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান আলী’র,বড় ভাই।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬বছর। তিনি স্ত্রী,ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান,গত ১৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ করোনা নমুনা দেন এবং ২০ এপ্রিল মঙ্গলবার রাতে স্বাস্থ্য বিভাগে রিপোর্টে করোনা পজিটিভ ধরা পরে।
এদিকে মোজাম্মেল হকের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ ব্যবসায় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে,তার মৃত্যুতে।