fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

নারীদের আর্থসামাজিক সমস্যা সমাধানে আইডিয়া প্রতিযোগিতা ‘রেনেসাঁস’ 

                                           
এস আহমেদ ফাহিম
প্রকাশ : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নারীদের আর্থসামাজিক সমস্যা সমাধানের লক্ষে আয়োজিত হতে যাচ্ছে আইডিয়া প্রতিযোগিতা ‘রেনেসাঁস’।প্রতিযোগিতাটির আয়োজন করছে প্রজেক্ট উই এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে বি রেডি।

প্রতিযোগিতার ১ম রাউন্ড শুরু হয়েছে যা চলবে ৫ মে পর্যন্ত। ২য় রাউন্ড শুরু হবে ১০ মে যা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিযোগিতার ফাইনাল হবে ২৩ মে।প্রতিযোগিতার আইডিয়া সাবমিশন লিংক (https://forms.gle/9Kcv7LwpDekDzQ84A) এবং ইভেন্ট লিংক https://fb.me/e/5ehENW3R7

আয়োজকরা জানান,এই প্রতিযোগিতার মূল লক্ষ্য নারীর আর্থ-সামাজিক সমস্যা খুঁজে বের করা এবং এর সমাধান করা ।প্রতিযোগিতার ১ম রাউন্ডে প্রতিযোগীদের নারীদের আর্থ-সামাজিক সমস্যা এবং তাদের সম্ভাব্য সমাধান সম্পর্কে নির্ধারিত বিষয়ের উপর আইডিয়া জমা দিতে হবে। ১ম রাউন্ডের প্রাপ্ত আইডিয়া বিচারের মাধ্যমে নির্বাচিত সেরা দলগুলি ২য় রাউন্ডের জন্য নির্বাচিত হবে।১ম রাউন্ডের নির্বাচিত দলগুলিকে ২য় রাউন্ডে তাদের টপিক সম্বন্ধিত তথ্য সাবমিট করতে হবে।

আয়োজকরা আরো জানান,প্রতিযোগিতায় ৮ম থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।এতে অংশ নিতে ২ বা ৩ সদস্যদের টিম গঠন করে গুগল ফর্ম পূরণ করে টিমের নাম রেজিস্ট্রেশন করে আইডিয়া জমা দিতে হবে।১ম রাউন্ডের জন্য কোনও ফি প্রয়োজন নেই।২ য় রাউন্ডে উত্তীর্ণদের ২০০ টাকা দিয়ে টিমের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যা নারীদের সুরক্ষা সামগ্রী প্রদানে ব্যয় হবে।

আয়োজকরা আরো জানান,প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পুরষ্কার হিসেবে পাবে ‘রেনেসাঁস সিজন -১ এর টাইটেল, দাঁড়িকমা প্রকাশনীর বই,স্মারক এবং প্রশংসাপত্র এবং পাশাপাশি বিজয়ী দল তাদের এলাকার ৫০ জন নারীর জন্য পাবে এক মাসের সুরক্ষা কিট।রানার্স আপ পাবে থাকছে দাঁড়িকমা প্রকাশনীর পক্ষ থেকে বই,স্মারক,প্রশংসাপত্র।এছাড়াও সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর পাবে দাঁড়িকমা প্রকাশনীর বই, সার্টিফিকেট এবং সরাসরি প্রজেক্ট উই এর টিমে কাজ করার সুযোগ।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন