চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর ঘোষপাড়া থেকে পলিটেকনিক ইনস্টিটিউট এর ১ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
নিহত ছাত্র চাঁপাইনবাবগঞ্জের নশিপুর ঘোষপাড়ার বিকাশ ঘোষ ও লক্ষ্মী ঘোষের ছেলে আকাশ ঘোষ (২০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি অপারেশন মো. মিন্টু রহমান জানান, প্রেমের সূত্র ধরে আকাশ নিজ ঘরে ২১মার্চ রোববার রাত ১১টার দিকে রশি দিয়ে সিলিং ফ্যানের রডের সাথে ঝুলে যায়।
তিনি আরও জানান, রাত সাড়ে ১২টার দিকে এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান, ওসি অপারেশন মিন্টু রহমান।
নিহত আকাশের বড় চাচা জয় কুমার জানান, বহুদিন থেকে একই এলাকার একটি মেয়ের সঙ্গে আকাশের সম্পর্ক ছিলো। আমরা পারিবারিক ভাবে বিয়ের চেষ্টা করলে মেয়ের পরিবার আকাশের সাথে বিয়ে দেবে না বলে জানিয়ে দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর আকাশ সয্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে পরপারে চলে যায়। আকাশ পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত ছিলো বলেও জানান জয় কুমার। এ ঘটনায় নশিপুর ঘোষপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। -কপোত নবী। চাঁপাইনবাবগঞ্জ।