নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর বেলাবতে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশনায় বেলাব উপজেলা কৃষকলীগের আয়োজনে মাসব্যাপী ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগষ্ট) বিকালে বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন নরসিংদী জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট নজরুল ইসলাম রিপন। বেলাব উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক
মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন মাষ্টার,সহ-সভাপতি মনির হোসেন খন্দকার,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়া,দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ শেখ শাকিল,রায়পুরা উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।