বাংলাদেশ আওয়ামী নবীন লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস শাহীনের নানীর মৃত্যুতে নবীন লীগের সভাপতি লুৎফুর রহমান সুইট ও সকল নেতাকর্মী গভীর শোক জানিয়েছে।
শুক্রবার (৭ মে) সকাল ৯ ঘটিকার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
পবিত্র মাহে রমজানের জুম্মাতুল বিদায়ের দিন নিজ গ্রাম বেদগ্রাম মাঠে জানাজার নামাজ শেষে গোপালগঞ্জ থানা পাড়া কবরস্থানে তাকে চির নিদ্রায় সমাহিত করা হয়।
সভাপতি লুৎফুর রহমান সুইট বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাস ও শুক্রুবার জুম্মাতুল বিদায়ের উসিলায় মরহুমা কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন। সেসাথে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ আওয়ামী নবীন লীগ।
উল্লেখ্য:- গোপালগঞ্জের বেদগ্রাম নিবাসী দুর্গাপুর ইউনিয়নের সাবেক মেম্বার বিশিষ্ট সমাজ সেবক ও স্বনামধন্য ব্যবসায়ী বেদগ্রামের মরহুম আব্দুল জলিল ফকিরের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে সহ নাতি পুতী রেখে গেছেন।