শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে আজ বুধবার বিকেল ৫টায় বিদুৎপৃষ্ঠ হয়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, কুড়িঘর গ্রামের সহিদ মিয়ার ছেলে মো: মুস্তাকিম(১২) ঘরের চালে শুকনো বড়ই আনতে গিয়ে ফুটো বিদ্যুৎ তারে পৃষ্ঠ হয়ে পড়ে, বুঝতে পেরে বাড়ির লোকজন তাকে মুক্ত করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।