চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মেধাবী ও বিচক্ষণ ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারের নির্দেশনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুজ্জামান এর উদ্যোগে রেল স্টেশন বাজারে ৫০ জন দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন এবং জেলা স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাফায়াত খান রিয়াদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ এবং নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।