নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ১৪৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রাম থেকে নড়াইল ডিবি পুলিশ মোহাম্মদ আল-আমিন শেখ (২৫) নামের এক ব্যাক্তিকে ১৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে। মোহাম্মদ আল-আমিন শেখ নড়াইলের নড়াগাতি থানার জয়নগর গ্রামের আবু তালেব শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ জুন রাত ০৮ঃ ১০ মিনিট গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি সুকান্ত সাহার নেতৃত্বে এস আই মোহাম্মদ নিয়াজ মোরশেদ, এএসআই মোহাম্মদ মাহফুজুর রহমান, এএসআই মোহাম্মদ নাজিম উদ্দিন ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করেছে নড়াগাতি থানা পুলিশ। নড়াইল জেলা ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।