fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন

                                           
আসলাম বেগ / নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি ২০২২ সালের জন্য ১৮ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। টানা তৃতীয় বারের মতো দুইটি ধাপে বাছাই করণের মাধ্যমে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কমিটি টি আত্মপ্রকাশ করে।

কমিটির নবীন সভাপতি – হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী সুমন শেখ ও সাধারণ সম্পাদক – ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোঃ আবু ইরফান। এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন। উপরন্তু, পরামর্শদাতা হিসেবে রয়েছেন রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল আউয়াল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মৃন্ময় আকাশ ও সদ্য বিদায়ী সভাপতি মোস্তফা সামীন ইয়াসার।

অনুষদ পর্যায়ে শিক্ষার্থীদেরকে গবেষণায় বিশেষ পর্যবেক্ষণ ও উৎসাহ প্রদানের জন্য রিসার্চ এম্বাসেডর হিসেবে রয়েছেন মাহমুদা স্বর্না, প্রদিতী প্রমা, উন্মে সালমা তমা, কানিস ফাতেমা এবং ফারুক মিয়া।

উক্ত কমিটিতে আরও যুক্ত আছেন নিশাত আজাদ ছোয়া, মোঃ জোনায়েদ ভুঁইয়া, লাইভা হক, মোঃ আরাফাত হোসেন, মোছাঃ জান্নাতী বেগম, মোঃ মোস্তাফিজুর রহমান মাহিম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ বাদশা আলম, এস. এম. আশিক মাহমুদ, সুমাইয়া আক্তার প্রিয়া, সুরাইয়া আক্তার, সাকিব হাসান শাওন, নিশাত আঞ্জুম, মুন্নী চৌধুরী, দিদার মাহমুদ হৃদয়, এবং রাতুল রহমান।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী ও দক্ষ করে গড়ে তুলতে এর প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন