fbpx
সংবাদ শিরোনাম
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্যের আনুষ্ঠানিক যোগদান

                                           
মুতাসিম বিল্লাহ, জাককানইবি
প্রকাশের সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭ম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। আগামী ৪ বছরের জন্য সাবেক উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখরের স্থলাভিষিক্ত হন তিনি।

আজ (২২ সেপ্টেম্বর)  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে আগমনের মাধ্যমে অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে উপাচার্যকে বরণ করেন। প্রথম দিনের কর্মসূচি হিসেবে মাননীয় উপাচার্য “চির উন্নত মম শির” এবং “নজরুল ভাষ্কর্যে” পুষ্পাস্তবক অর্পন করেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়ায় অংশগ্রহণ করেন।

উপাচার্যের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, কবি নজরুলের পূণ্যভূমিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয়াটা আমার জন্য সৌভাগ্যজনক এবং এই সৌভাগ্যটা তখনই সার্থকতা পাবে যখন আমি আমার কোনো তৎপরতা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে পারবো।

এরপর তিনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্বন্বয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন স্থাপনা প্রদর্শন করেন। মাননীয় উপাচার্য নিজস্ব অফিসে বিভিন্ন অনুষদের ডিনদের সাথে মতবিনিময় করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চেষ্টা করবো একটি নলেজ বেজড্ কমিউনিটি তৈরি করতে যেটি এই বৃহত্তর ময়মনসিংহসহ পুরো বাংলাদেশে ভূমিকা রাখবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের বাইরেও তারা তাদের অবদান রাখবে। আমরা যারা জ্ঞান দেবো, আমাদের যেন উদ্দেশ্যই থাকে বাংলাদেশের মেরিটোরিয়াস শিক্ষার্থীদের এখানে আকর্ষণ করা। আপনাদের সবাইকে নিয়ে এই কাজটা আমি করে যেতে চাই। আশা করি আপনারা এই কাজে সবাই আমাকে সাহায্য করবেন।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬–এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে শর্তসাপেক্ষে নিয়োগ দেন।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil