fbpx

নওগাঁর সাপাহার রোভার স্কাউট রেসপন্স টিমের মাস্ক বিতরণ

                                           
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

দৈনিক দেশান্তর ডেস্কঃনওগাঁর সাপাহার উপজেলার রোভার স্কাউট রেসপন্স টিমের উদ্দেগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধে সরকারের ঘোষিত ২৩-০৭-২০২১থেকে০৫-০৮-২০২১ইং পজন্ত কঠোর লকডাউন ও বিধিনিষেধ কার্যকর বা বাস্তবায়নের জন্য বাণিজ্যিক কেন্দ্র সাপাহার বাজার জিরো পয়েন্ট, হাসপাতাল রোড মাছ বাজার,সরকারী কলেজ রোড়,উপজেলা রোড,সহ ভ্যান, অটোরিকশা,সিএনজি চালক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরন ও করোনা প্রতিরোধে সচেতনা মূলক প্রচারনা করা হয়েছে।

সাপাহার সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং আল-হেলাল কলেজ রোভার স্কাউট গ্রুপ বিপ্লব,রাব্বি, জাকারিয়া, মোসফিকা,রানা সদস্য রাসেল,মেহেদি, জাহিদ,আরিফ,মাসুদ, মারুফ আরো অনেকে।

সাপাহার রোভার স্কাউট রেসপন্স টিমকে ধন্যবাদ জনিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আব্দুল্যাহ আল মামুন বলেন করোনা ভাইরাস দ্বিতীয় প্রবাহে সংক্রমণ রোধে মাস্ক পড়া জরুরি। এটি নিশ্চত করতে ও সরকারি নিদের্শনা বাস্তবায়নে সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন