নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২০লিটার ৫শত গ্রাম দেশীয় তৈরী চোলাই মদসহ মো. মোরশেদুল ইসলাম (৪৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার পশ্চিম ধুরইল পচাকান্তা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে একই এলাকার পিতা আবু সালামের ছেলে।
জানা যায়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এস, এম ফজলুল হক এর নেতৃত্বে ওইদিন জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মোরশেদুল ইসলামকে ২০লিটার ৫শত গ্রাম চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।