ধামইরহাট উপজেলা প্রতিনিধি: “করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা,ক্রীড়া প্রতিযোগিতা ও জয়িতাদের আড্ডার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার গনপতি রায়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুজুর রহমান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপির প্রোগ্রাম অফিসার এবং যুব ফোরাম সভাপতি।
প্রত্যন্ত গ্রাম থেকে আগত প্রায় ২০০ জন জয়িতা নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিলো অনুষ্ঠান চত্বর।
পুরো অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।