নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে স্কুল ছাত্রী অপহরণ মামলায় মো. মমিনুর রহমান (২৪) নামের একজন যুবককে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর গ্রামের পিতা আব্দুর রহিমের ছেলে।
রবিবার (২৩ মে) বিকাল ৫টায় উপজেলার ধুরইল মানুষ সুন্দরী নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদ রানা জানান, গত ১৫ মে রাত অনুমান ৯টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর কলোনী গ্রামের ১৩ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেনিতে পড়া স্কুল ছাত্রীকে জোরপূর্বক একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. মমিনুর রহমান (২৪) অপহরণ করেন। পরে ওই স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সুত্র ধরে গত রবিবার বিকালে ধুরইল এলাকা থেকে আসামী মমিনুর রহমান কে আটক ও ভিকটিমকে উদ্ধার করেন পুলিশ।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, অপহরণ মামলায় আটককৃত আসামীকে সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় মামলা দায়েরের মাধ্যমে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-৩১ তারিখ-২৩-০৫-২১ ইং।