নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে গত দুই দিন ধরে মাঘ মাসে আকস্মিক অবিরাম বৃষ্টিতে ইটভাটার ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত থেমে থেমে ধামইরহাট উপজেলার উপর দিয়ে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়। এতে এলাকার ১৬টি ইটভাটার লক্ষ লক্ষ কাঁচা ইট পানিতে মিশে গিয়ে নষ্ট হয়ে যায়। এসব পানিতে নষ্ট হওয়া ইট আবারো নতুন করে কচিয়ে ইট তৈরি করতে হবে। এতে এক ইট তৈরি করতে এখন দ্বিগুন খরচ করতে হবে। উপজেলার হরিতকীডাঙ্গায় অবস্থিত বিএবি ইটভাটায় ১০ লক্ষ,বিহারীনগরে এমবিবি ইটভাটায় ৭ লক্ষ এবং বস্তাবর চৌঘাট এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ইটভাটার ১৫ লক্ষ ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়। উপজেলার ১৬টি ইটভাটায় লক্ষ লক্ষ ইট নষ্ট হয়ে গেছে।
ধামইরহাট উপজেলা ইটভাটা মালিক সমিতির সেক্রেটারী মো.আখরাজুল ইসলাম চৌধুরী বলেন,আকস্মিক বৃষ্টিতে উপজেলার ১৬টি ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিটিভাটায় লক্ষ লক্ষ ইট বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। ১৬টি ভাটায় প্রায় ৪ কোটি ৮০ লক্ষ টাকার ইট নষ্ট হয়ে গেছে।