ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রথম ও দ্বিতীয় মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । দুই মেধাতালিকা মিলিয়ে ২০৯৫ আসনের বিপরীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে ৬২০ জন শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় আইসিটি সেল। ফলে বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ আসন এখনো খালি রয়েছে।
আইসিটি সেল সূত্রে, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি শেষ হয় গত ১১ ই জানুয়ারি। পরে ১৯ শে জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয় । এই তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে ২৫ শে জানুয়ারি । এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫ টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ৬২০ জন। ফলে এখনো ফাকা রয়েছে ১৭৪৫ আসন। যা মোট আসনোর ৭০ শতাংশ। ফলে বিজ্ঞান অনুষদভূক্ত ‘ এ ’ ইউনিটে ৩৪৯ টি , কলা , সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘ বি ’ ইউনিটে ৮২৯ টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘ সি ’ ইউনিটে ২৯৭ টি আসন শূন্য রয়েছে । বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন সংখ্যা , ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.iu.ac.bd) থেকে জানা যাবে।