নিজেস্ব প্রতিবেদকঃ আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা প্রার্থী চূড়ান্ত করা হয়। এর মধ্যে মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৫ টি ইউনিয়ন রয়েছে।
গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে মোঃ গোলজার হোসেন, সাহারবাটি ইউনিয়ন মোঃ মশিউর রহমান, মটমুড়া ইউনিয়ন মোঃ আবুল হাশেম বিশ্বাস, বামুন্দি ইউনিয়ন মোঃ ওবাইদুর রহমান ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নে মোঃ আব্দুল্লাহ আল মামুন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য গত শনিবার থেকে বুধবার পর্যন্ত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৪৮ ইউপি নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়া হয়। এই সময়ে দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন ৪ হাজার ৪৫৮ জন প্রার্থী। বৃহষ্পতিবার থেকে শুরু হয় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা।
মামুন অর রশিদ বিজন/দৈনিক দেশান্তর।