রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তির সুযোগ চেয়ে উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আজ বরিবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
এছাড়াও উপ-উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকেও স্মারকলিপির অনুলিপি দেয় তারা। এসময় তারা প্রক্টর ও শিক্ষক সমিতির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে।
এবিষয়ে জানতে চাইলে ভর্তিচ্ছু শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, আমরা দ্বিতীয় বারের পরিক্ষা দিতে চাই। আপনারা জানেন আমাদের এই ব্যাচটি করোনার কারণে নানান জটিলতার মধ্যে পড়ে। একটা পরিকল্পনাহীন অটোপাশের মধ্যদিয়ে আমাদের রেজাল্ট কেন্দ্রীক নানানমুখী সমস্যায় পড়তে হয়। আমরা পড়াশোনার মধ্যে একটা অগোছালো প্রক্রিয়ার মধ্যে ছিলাম। যার ফলে ভর্তি পরিক্ষাতে আমাদের বেগ পেতে হয়। আমরা শিক্ষার্থীদের একটা বৃহত্তর অংশ আবার পরিক্ষায় বসতে চাই। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নিবেন। আমাদের দাবি মেনে না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।