তোমাকে পেয়ে ছিলাম অবশেষে,
গ্রীষ্মের প্রখর রোদ্দুরে চরণ স্পর্শে;
বৃষ্টির মেঘাচ্ছন্ন আকাশের গর্জনে,
কাল বৈশাখী গ্রাস করে নিয়েছিল প্রান্তর হতে প্রান্তর।
তোমাকে পেয়ে ছিলাম অবশেষে,
শরৎতের বাতাবি লেবুর শিতল গন্ধে;
অথবা বসন্তের কোকিলের নিবেদনে,
এক শীত আচ্ছন্ন প্রভাত কেটেছে আঙ্গিনায়।
হয়তো তোমাকে পেয়ে ছিলাম অবশেষে,
গোধূলি বিকাল ঘনিয়ে অধীর অপেক্ষারত ;
ঠিক সূর্য অস্তের পূর্ব মুহূর্তে,
অদৃশ্য শক্তি উপেক্ষা করে বলেছিল।
আমাকে গ্রহণ করো দিনের আলোয়
সন্ধ্যা আগত ধরো মোরে হে অচেতন ;
বুঝেছিলাম কোনো মানব আকৃতি মায়াজাল,
তবুও তোমাকে পেয়ে ছিলাম অবশেষে।