তুমি আসবে বলে —
ঝরা বকুলের ডালায় রেখেছি হাজারো গোলাপ,
বিছিয়ে কচি ঘাস লেপটে থাকা বুকের লালিত ভালোবাসা।
তুমি আসবে বলে —
কৃষ্ণচূড়ার ডালে এঁকেছি লাল আবিরের মেলা,
আবোল তাবোল গানের সুরে প্রজাপতি সারাবেলা।
তুমি আসবে বলে —
বৃষ্টির মেঘে মেঘে ঘুরি শালুক শাপলার দেশে,
ফুটেছে হাজারো ফুল, খুশির খেয়ালে মৌটুসি
বাতাসে বাতাসে।
তুমি আসবে বলে —
চুপি চুপি পাকা আমে রেখেছি হলুদ ঠোঁট, তোমাকে
ছোঁয়ার তরে, সবুজ পাতারা বুঝি ক্লান্ত রোদের
চড়া উৎপাতে, তবুও তোমার গায়ের গন্ধ খোঁজে।
তুমি আসবে বলে —
বৃষ্টি আঁকি মনে, রাগে অনুরাগে টুপটাপ সুরে সুরে,
রামধনুর খেয়ালি মেঘে, নীরব আঁখি বিভাবরী হয়
জল ভরা মেঘে।
তুমি আসবে বলে–
স্মৃতির দুয়ারে পেতেছি বিছানা চাঁদের জোছনা পরে
রাত্রির বুকে মাটির গন্ধ মাখা, ভালোবাসা মমতায় সুখে।