fbpx
সংবাদ শিরোনাম
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে স্মারকলিপি প্রদান

                                           
ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশের সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ও ইউজিসিতে গণস্বাক্ষরসহ স্মারকলিপি ও ৯৪ পৃষ্ঠার প্রতিবেদন প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই স্মারকলিপি ও প্রতিবেদন প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বর্তমানে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কলেজের সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে দেশ ও জাতি গঠনে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ভূমিকা আরও বিস্তৃত হওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। সেই সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমরা সরকারি তিতুমীর কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছি।

আরও বলা হয়, ২০১৭ সালে সরকারি তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে প্রতিবছর ২ হাজারেরও বেশি মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের অধীনে ২৩টি বিষয়ে স্নাতক প্রোগ্রামে ভর্তি হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার মান বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও তার আশানুরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়নি। এছাড়া সিলেবাস প্রণয়ন, প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে বিলম্ব এবং সমন্বয়হীনতা দেখা দিয়েছে। এতে একদিকে উচ্চশিক্ষার মান যেমন সঠিকভাবে নিশ্চিত হচ্ছে না, অন্যদিকে বিভিন্ন সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

স্মারকলিপি প্রদান করা শিক্ষার্থীরা বলেন, আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছি। যেহেতু তিনি এখন দেশে নেই, তাই কার্যালয়ের সচিবের কাছে এটি প্রদান করেছি সরকারি আইন অনুযায়ী। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে আমরা সরাসরি তার সাথে দেখা করে আমাদের দাবি বিস্তারিত জানাবো। এছাড়া আমরা ইউজিসিতে স্মারকলিপি প্রদান করেছি, এবং তারা আমাদের সব ধরনের সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, জাহাঙ্গীর সানি, বেলাল হাসান, রাশেদুল ইসলাম, রয়েল আহমেদ রানা, ডিবেটিং ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ রনি, আব্দুল হামিদ ও মোশারফ হোসেন রাব্বিসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil