নিজেস্ব প্রতিবেদকঃ তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা গেরুয়ার স্থানীয় লোকজনের হামলার পর প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা লক্ষ্য করে শিক্ষার্থীরা এ পদক্ষেপ নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে না দেওয়ায় বাধ্য হয়ে এ পদক্ষেপ নিয়েছে জানান তারা।
হলের তালা ভাঙ্গার আগে শনিবার সকাল বেলা বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়। শহীদ মিনার প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী জড়ো হন। বিক্ষোভ সমাবেশে চার দফা দাবি জানানো হয়। পরবর্তীতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন তারা।
চার দফা দাবিগুলো ছিলো ‘আজকেই হল খুলে দিতে হবে’, ‘গেরুয়ার সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে’, ‘আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে’ ও সর্বশেষ, ‘প্রক্টরকে পদত্যাগ করতে হবে’।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসির বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রাত সাড়ে সাতটা থেকে গেরুয়া এলাকাবাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেরুয়াবাসী শিক্ষার্থীদের উপর হামলা করে। এর পর থেকেই সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।