তাকবিরে তাশরিক কখন কিভাবে?
জিলহজ্জ মাসের ৯ তারিখ ফজরের নামাজের পর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত (রবিবার ফজর থেকে বৃহস্প্রতিবার আছর পর্যন্ত) তাকবিরে তাশরিক পড়া প্রত্যেকের জন্য আবশ্যক।
পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে অন্তত ১ বার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব বা আবশ্যক। তারপর চলাফেরা, উঠা-বসা তথা সব সময় যথাসম্ভব একাধিকবার পড়া মোস্তাহাব।
ফরজ নামাজের পর তাকবির বলতে ভুলে গেলে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবির পড়ে নিতে হবে।
তাকবিরে তাশরিক হলো-
اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ
اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَ للهِ الْحَمْد
উচ্চারণ :
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
অর্থ : আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য।
আল্লাহ আমাদের তওফিক দান করুন…আমিন