পাঁচটি ছাত্রী হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি হয়েছেন কোহিনূর আক্তার রাখী ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিনা ইয়াসমিন।
কোহিনূর আক্তার রাখী এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সানজিনা ইয়াসমিন বঙ্গমাতা হল ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) রাতে ১৮টি হলের ‘পদ ভাগ-বাঁটোয়ারায়’ বসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। পরে বুধবার সকালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অ্যাকাউন্ট থেকে একযোগে কমিটির বিজ্ঞপ্তি প্রকাশ করেন চার নেতা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কমিটি অনুমোদন দেওয়া হলো।
কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল করেছে হর ছাত্রলীগের কর্মীরা। দীর্ঘ পাঁচ বছর পর গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি হলের সমন্বিত সম্মেলন