আমাদের একটা পরিবার আছে
আছে বিশ ত্রিশ এ সদস্য।
মিলেমিশে থাকে
সবাই ভাই – বোনেদের মতো।
আমাদের পরিবারে স্বপ্ন যে একটি
অন্যের প্রয়োজন এ পাশে দাড়ানো। নিজেদের মতো করে সেবা করার।
তাই তো লোকে বলে এটি একটি সামাজিক সংগঠন।
সকল মানুষ দেয় ভালোবাসা।
করে দোয়া এইতো আমরা চাই।
সবাই মিলে আমরা স্বপ্ন দেখি
এবং স্বপ্ন দেখাই।
তাইতো আমাদের পরিপাটি পরিবারের নামটি
দিয়েছে ড্রিমিং বাংলাদেশ।
স্বপ্ন দেখায়
স্বপ্ন দেখে বাস্তবায়ন এ ড্রিমিং বাংলাদেশ।