fbpx
সংবাদ শিরোনাম
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

ডিএনসিসির মশক নিধন অভিযান

                                           
দেশান্তর ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে একযোগে সকালে ও বিকালে পরিচালিত মশক নিধন কার্যক্রম সরেজমিনে তদারকি করছে মনিটরিং টিম।

বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪) স্থানীয় সরকার বিভাগের তিনটি তদারকি টিম এবং ডিএনসিসির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দশটি তদারকি টিম ডিএনসিসির ১০টি অঞ্চলে প্রথম ধাপে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত লার্ভিসাইডিং এবং দ্বিতীয় ধাপে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত এডাল্টিসাইডিং কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে। গতকাল থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম টানা দুই সপ্তাহ পরিচালনা করা হবে।

উল্লেখ্য, ডেঙ্গু রোগের সংক্রমণ হতে নাগরিকদের রক্ষাকল্পে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় ডিএনসিসির মশক নিধন অভিযান যথাযথভাবে বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ডিএনসিসির প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, অতিরিক্ত সচিব এ. কে. এম, তারিকুল আলম এবং যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানের নেতৃত্বে তিনটি তদারকি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে দুইজন করে কর্মকর্তা রয়েছে।

ডিএনসিসির অঞ্চল-৬ এর আওতাধীন ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাইলজুড়ী, বাউনিয়া, দলিপাড়া, আহালিয়া, পাকুড়িয়া, বাদালদি, চান্দুরা, তাফলিয়া, মান্দুরা, নলভোগ, নয়ানগর, শুক্রভাঙ্গা, ধরাঙ্গারট এলাকায় চলমান মশক নিধন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। এসময় তিনি জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট বিতরণ করেন।

ডিএনসিসির অঞ্চল-২ এর আওতাধীন ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিরপুর সেকশন-৬, ১১, ১২, ১৩ ও ১৪ এলাকায় সকালে ও বিকালে পরিচালিত লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম সরেজমিনে তদারকি করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ. কে. এম, তারিকুল আলম।

ডিএনসিসির অঞ্চল-১০ এর আওতাধীন ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাতারকুল, টেকপাড়া বাড্ডা, সোনা কাটরা, সেকান্দারবাগ, মধ্যবাড্ডা, মোল্লাপাড়া, বেপারীপাড়া, পোস্ট অফিস রোড ও লৌহেরটেক, মধ্যপাড়া, মোল্লাপাড়া, মোল্লাপাড়া আদর্শ নগর, উত্তরবাড্ডা পূর্বপাড়া, উত্তরবাড্ডা ময়নারটেক, বাওয়ালীপাড়া, উত্তরবাড্ডা পূর্বপাড়া (আব্দুল্লাহবাগ), উত্তরবাড্ডা মিছরী টোলা এলাকায় সকালে ও বিকালে পরিচালিত লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম সরেজমিনে তদারকি করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান।

এছাড়াও ডিএনসিসির অন্যান্য সব অঞ্চলে ডিএনসিসির সকল বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদারকি টিম ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ সরেজমিনে মশক নিধন কার্যক্রম তদারকি করে। মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন কর্মকর্তারা এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil