স্টাফ রিপোর্টারঃ আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ডাক বাংলা চত্বরে অসহায় কর্মহীন মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত থেকে মানুষের হাতে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন ।
লকডাউনের শুরু দিন থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঝালকাঠি জেলার থানাগুলোতে খাদ্যসহ বিভিন্ন সহযোগীতার মাধ্যমে নিরলসভাবে অসহায় মানুষের মাঝে কাজ করে যাচ্ছেন ।
কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিতরণকৃত খাদ্যসামগ্রীতে ছিলো চাল, ডাল, তেল, লবন, আটা ইত্যাদি।
অন্যদিকে সেনাবাহিনীর একটি টহল দল লকডাউন পালন করানোর জন্য উপজেলার বাইপাস মোড় সড়কসহ বিভিন্ন স্থানে মানুষকে সচেতন করছেন।
এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জোড়ালো চেষ্টা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছেন।