এইচ এম জহিরুল ইসলাম মারুফঃ ঝালকাঠিতে(মঙ্গলবার -০৬/০৭/২০২১) গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০৪ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য জানান। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২১৬৪ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪১জন।
নতুন সুস্থ ১০জন,
এ পর্যন্ত মোট সুস্থ ১৩৯০ জন।
জনসচেতনতা –
ঘরে থাকুন, সুস্থ থাকুন
আপনার চিন্তা আপনি নিজেই করবেন–
ঘরে থাকবেন নাকি অপ্রয়োজনে বাহিরে বাহিরে ঘুরে করোনায় আক্রান্ত হবেন ???
মাস্ক পড়ে নাক বের করে রাখছেন-প্রায় উচ্চ পর্যায়ের লোক হতে নিম্ন পর্যায়ের লোক পর্যন্ত,কথা বলছেন মাস্ক টা নামিয়ে,আপনি কিভাবে করোনা ভাইরাস প্রতিরোধ করবেন ???
আবার অনেকে মাস্ক না পড়েই বীরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কয়েক দিন পরেই বীরত্ব আর থাকে কিনা?তাই দেখেন ।
নিজে সচেতন হউন, অন্যকে সচেতন করুন
আপনি এবং অন্যের মাঝে শারীরিক দুরত্ব (৬ ফুট) বজায় রাখুন, বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়ুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকায় সহযোগীতা করুন।