স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠিতে আজ সোমবার ৫জুলাই লকডাউন ও সরকারী প্রজ্ঞাপন না মানায় ৫৭ জনকে ২৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এনডিসি, আহমেদ হাছান জানান, কারনে অকারনে রাস্তায় বের হওয়া মানুষের যাতায়াত ঠেকাতে জেলা প্রশাসনের ১৫ টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। সকাল থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনছার ব্যাটালিয়ান সদস্যরা। লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে ঝালকাঠি জেলা পুলিশ।
সড়ক আর দোকানপাটে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালিয়ে যাচ্ছে প্রচার-প্রচারনা। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে ঝালকাঠি জেলা পুলিশ জেলা শহরের বিভিন্ন স্থানে এ প্রচারনা চালায়। এসময় পথচারীদের মাক্স পড়া, অপ্রোয়েজনে ঘর থেকে বের না হওয়াসহ বিভিন্ন রকম সচতেনতা অবলম্বনের প্রচারনা চালানো হয়।
এছাড়াও দোকানপাঠ বন্ধ রাখতে কঠোর হুশিয়ারী করেন পুলিশ সুপার। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্তক কাজ করে যাচ্ছি। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া কোন যানবাহন চলতে দেওয়া হবে না। আইন না মানলে যানবাহন আটক করা হবে বলেন তিনি।