স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ রাসেল এর কাছে ঝালকাঠি-১ আসনের জননেতা, উন্নয়নের কর্ণধার, আলহাজ্ব বজলুল হক হারুন এমপি মহোদয়ের পক্ষ থেকে আইভি স্যালাইন হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে মাননীয় সংসদ সদস্য বিএইচ হারুন এর পক্ষে হস্তান্তর করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, ঝালকাঠি-১ আসনের মাননীয় এমপি মহোদয়ের অ্যাম্বাসেডর ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহমুদুল হাসান মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা আওয়ামীলীগ যুবলীগ নেতা ছবির হোসেন, রাজাপুর উপজেলা ছাত্রলীগ নেতা আসলাম হোসেনসহ সাংবাদিকবৃন্দ।
ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইনের সংকট দেখা দেয়ায় স্থানীয় সংসদ সদস্য মহোদয় স্ব-উদ্যোগে এই ১ হাজার ব্যাগ স্যালাইন দেবার ব্যবস্থা করেন।
ঝালকাঠি-১ আসনের মাননীয় এমপি মহোদয়ের অ্যাম্বাসেডর ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহমুদুল হাসান মাহমুদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, রাজাপুর-কাঁঠালিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে ৩ হাজার ব্যাগ আইভি স্যালাইন হস্তান্তর করার ইচ্ছে পোষণ করেছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি।