তানভীর আহমেদ সাজু/মেহেরপুর– স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে বাংলাদেশের এক অনন্য অর্জন “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরোণ” উপলক্ষে সারাদেশে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা উৎযাপন করা হয়েছে।
সারাদেশের ন্যায় গত ২৭ ও ২৮ মেহেরপুরের ডঃ শহিদ সামসুজ্জোহা পার্কে ২ দিন ব্যাপি এ মেলার আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসক।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রসাশক মুনসূর আলম খানের সভাপতিত্বে ভিডিও কন্ফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এছাড়াও মেহেরপুর জেলার সমস্ত সরকারী প্রতিষ্ঠানের প্রধান এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আয়োজিত উন্নয়ন মেলায় মেহেরপুরের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রায় ৫৪ টি উন্নয়ন প্রদর্শনকারী স্টল বসানো হয়, এ সমস্ত স্টল বিগত দিনের সকল উন্নয়ন চিত্র প্রদর্শন করেন।
মেলার দ্বিতীয় দিনে বিভিন্ন ধাপে অনুষ্ঠান পরিচালনা ও পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয়।
সকল স্টল পরিদর্শন শেষে বিগ্য বিচারকগন, মেহেরপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) কে প্রথম স্থান অধিকারী হিসেবে নির্বাচিত করেন।
এসময় জেলা প্রসাশক জনাব মুনসূর আলম খান মেহেরপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের হাতে প্রথম পুরষ্কার তুলে দেন।