মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস এম জালাল উদ্দীনের পিতা,মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন (৮৫) আর নেই। আজ মঙ্গলবার ২৫জানুয়ারি বেলা ১ ঘঠিকার সময় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নাল লিল্লাহি ওয়া ইন্নাল ইলাইহি রাজিউন। আজ বাদ মাগরিব দক্ষিণ বড়ধামাই হযরত বোতাইশাহ্ (রঃ) মাজার মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযায় নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের এক অকতোভয় সৈনিক। ৭১ র রণাঙ্গনে জুড়ীর প্রয়াত জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ মুমীত আসুকের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন সাহেব ৭১’র স্বাধীনতার পূর্বে তিনি ছিলেন মুজাহিদ বাহিনীর সদস্য। তিনি ছিলেন জুড়ীর পূর্বাঞ্চলের সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম সাহসী যোদ্ধা। ভারতের কুকিরথলে প্রশিক্ষণ নেয়া এ মুক্তিযোদ্ধা লাঠিটিলা, শমশেরনগর, জুড়ীসহ বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন।