মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে ৯৮০ কোটি টাকা ব্যয়ে উপজেলার লাঠিটিলায় দেশের ৩য় পার্ক বঙ্গবন্ধু সাফারী পার্ক নির্মাণে বিরোধিতাকারীদের অপপ্রচারের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনতা।
আজ বুধবার (৮সেপ্টেম্বর) সকাল ১১ টায় জুড়ী শহরের প্রবেশ মুখ পোস্ট অফিস রোড় হতে কলেজ রোডসহ আব্দুলআজিজ মেডিকেল হাসপাতাল পর্যন্ত ঈীর্ঘায়ীত হয়। জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুকের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান মাসুম রেজা, কামিনীগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসেন, উপজেলা বিএনপি নেতা ও সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক লিয়াকত, ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম (লাল),জুড়ী প্রেসক্লাবের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোঃ সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ূন রহমান বাপ্পী,সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান,সাংবাদিক এস এম সাইফুল, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এবিএম নুরুল হক, সাধারণ সম্পাদক এম এম সামসুল ইসলাম সহ অসংখ্য রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যাক্তিগণ।