মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃমৌলভীবাজারের জুড়ীতে রেলওয়ের পাশ্ববর্তী রাস্তার মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।সরেজমিনে ঘুরে দেখি মাটিকাটা চলমান সময়ে কথা মামুনের সাথে বিষয়টি তিনি স্বীকার করে বলেন,মাটি কেটে রাস্তার অন্য স্থানে দেওয়া হয়েছে,কিন্তু মাটি কাটা স্হানে মাটি নাই।
জানা গেছে,কুলাউড়া – শাহবাজপুর রেললাইনের পাশ্ববর্তী জুড়ী ষ্টেশন রোড পশ্চিম – হরিরামপুর রাস্তার মাটি কেটে নিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মইন উদ্দীন মইজনের ছেলে উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ (মামুন)। মাটি কেটে তিনি তা নিয়ে নিজের বাড়ির রাস্তা সংস্কার করছেন।রেললাইনের পাশ ঘেষা এই রাস্তা দিয়ে স্টেশন রোড,হরিরামপুর রোড,মাল গুদাম রোড সহ আশেপাশের হাজারো মানুষের যাতায়াত।বৃষ্টির সময়ে মাটি কাটার কারনে রাস্তায় কাদাঁ জমে গেছে।
এলাকার মানুষ তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,আমি এইমাটি কেটে অন্য রাস্তা ভরাট করেছি,যাতে কাদাঁ না হয়। এলাকার প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ার কারনে কেউ তার বিরুদ্ধে মূখ খুলছে না।
প্রতক্ষ্যদর্শী জালাল বলেন,আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি,তিনি মাটি কেটে নেওয়ার সময় জিজ্ঞাসা করলে তিনি রেলের জায়গা বলে আমাকে জানান।
এ ব্যাপারে অভিযুক্ত মামুনুর রশীদ(মামুন) জানান,আমি মাটি কেটে অন্য জায়গায় রাস্তায় দিয়েছি,সামান্য মাটি কেটে রাস্তা সমান করেছি।কুলাউড়া -শাহবাজপুর রেল লাইনের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট কন্টাক্টর মোহাম্মদ ফিরোজ অভিযোগ সম্পর্কে বলেন,আমরা সরেজমিনে পরিদর্শনে গিয়ে মাটি কাটার সত্যতা পাওয়ায় মামুনের বিরুদ্ধে মামলা করা হবে।