fbpx
সংবাদ শিরোনাম
মোস্তাফিজুর রহমান দৈনিক খবরের কণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভা ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধানে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১০ দাবি গাংনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত  আইনজীবী হত্যার বিচারের দাবিতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বাংলাদেশে ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করা হোক মিরসরাইয়ে জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ  জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি শিল্প উপদেষ্টার আহ্বান কোন অবস্থায় মিথ্যা মামলা নেয়া যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা বিএসসি’র ৬টি জাহাজ ক্রয় প্রকল্পের ঋণ পরিশোধের জন্য ৪৭৫.২৫ কোটি টাকার চেক হস্তান্তর

জুড়ীতে অসহায় এক নাবালকের সম্পত্তি ভূমিদস্যু চক্র কর্তৃক দখলের অভিযোগ

                                           
Reporter Name
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের এক অসহায় নাবালকের স্বত্ব অপদখলের চেষ্টায় লিপ্ত একদল ভূমিখেকো চক্র।

জানা যায়, সম্প্রতি সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের মোশাইদ আলীর স্বামী পরিত্যক্ত মেয়ে সুলতানা বেগমের অসহায় ছেলে মো: জিসান মিয়া (৯) এর একমাত্র মাথা গোজার ঠাই – শেষ অবলম্বন বসতঘরের জমি স্থানীয় সন্ত্রাসী, বিশৃঙ্খলা সৃষ্টি কারী, ভূমি খেকো চক্রের হোতা ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের জ্ঞানেন্দ্র পালের ছেলে ইমন পাল (৩৫), সত্য পাল (৩৪), শুভ্র পাল (৩৬), জতি পালের ছেলে রিশেন্দ্র পাল (৩৮), নিরঞ্জন পালের ছেলে রবেন্দ্র পাল (৩৩), মৃত নাইম উল্যাহর ছেলে জলিল মিয়া (অরফে কুচকর জলিল) (৫০) ও উসমান আলীর ছেলে আং সালাম সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বসত ভিটা ছাড়ার হুমকি দেন। অসহায় জিসানের মা সুলতানা বেগম বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালেও তৎকালীন আওয়ামীলীগ সরকারের দলীয় দালালদের কারনে বিষয়টির কোন সুরাহা পাননি। এক পর্যায়ে বাধ্য হয়ে চলতি বছরের বিগত ১৯ সেপ্টেম্বর সহকারী জজ আদালত কুলাউড়া চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য স্বত্ব মামলা নং- ২৫০/২৪ (কুলা:) দায়ের করেন।

উক্ত মামলায় ক্ষিপ্ত হয়ে উল্লেখিত সন্ত্রাসী গন দল বদ্ধ হইয়া গত ৮ অক্টোবর সকাল প্রায় ১১ ঘঠিকায় জিসানের বাড়ীর সামনে পূর্ব পরিকল্পিত ভাবে ওতপেতে থাকা দেশীয় অস্ত্র নিয়ে জিসানের মামা মোশাইদ আলীর ছেলে হেলালের উপর হামলা চালালে দৌড়ে সুলতানা বেগমের ঘরে ডুকে প্রাণ রক্ষা করেন হেলাল। এ ঘঠনায় জিসানের মামা, সুলতানা বেগমের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে ৭ জনকে আসামী করে মৌলভীবাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত একটি পিটিশন মামলা (নং- ২০৪/২০২৪ ধারা: ১০৭, ১১৪, ১১৭ (সি:) (জুড়ী) দায়ের করেন। এ বিষয়ে অসহায়, নাবালক জিসানের সর্বশেষ মাথাগোজার ঠাই হিসেবে বসত ঘর দুবৃত্ত, ভূমিখেকো থেকে রক্ষা সহ পরিবারের নিরাপত্তা কামনা করছেন সরকারের কাছে।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Raw Food BD Mustard Oil