fbpx
সংবাদ শিরোনাম
মোস্তাফিজুর রহমান দৈনিক খবরের কণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভা ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধানে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১০ দাবি গাংনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত  আইনজীবী হত্যার বিচারের দাবিতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বাংলাদেশে ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করা হোক মিরসরাইয়ে জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ  জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি শিল্প উপদেষ্টার আহ্বান কোন অবস্থায় মিথ্যা মামলা নেয়া যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা বিএসসি’র ৬টি জাহাজ ক্রয় প্রকল্পের ঋণ পরিশোধের জন্য ৪৭৫.২৫ কোটি টাকার চেক হস্তান্তর

জাহান্নাম

                                           
কায়েস মাহমুদ আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ইসলামিক ইউনিভার্সিটি (আই.ইউ)
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

জাহান্নাম একটি ভয়ানক স্থান হিসেবে পরিগণিত, যা কিয়ামতের পর আল্লাহ অবিশ্বাসী এবং পাপী ব্যক্তিদের জন্য প্রস্তুত করেছেন। এটি সেই স্থান, যেখানে আল্লাহর আদেশ অমান্যকারী ব্যক্তিরা শাস্তি পাবেন। কুরআন ও হাদিসে এর বর্ণনা রয়েছে, যা আমাদেরকে সতর্ক করে এবং সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে।

# শাব্দিক ও পারিভাষিক অর্থ

*শাব্দিক অর্থ
“জাহান্নাম”(عذاب النار‎) আরবি শব্দ, যা *”নূর”* (نار) অর্থাৎ “অগ্নি” বা “আগুন” থেকে উদ্ভূত। এর শাব্দিক অর্থ হলো “অগ্নির স্থান” বা “আগুনের জায়গা”।

*পারিভাষিক অর্থ
ইসলামী পরিভাষায়, *জাহান্নাম* হলো কিয়ামতের পর অবিশ্বাসী, পাপী এবং আল্লাহর আদেশ অমান্যকারীদের জন্য নির্ধারিত এক ভয়াবহ শাস্তির স্থান। এটি একটি অগ্নির স্থান, যেখানে চরম শাস্তি হিসেবে অগ্নির শিখা, দগ্ধ হওয়া এবং মানসিক যন্ত্রণার সম্মুখীন হবে। কুরআন ও হাদিসে এই স্থানটির ব্যাপক বর্ণনা রয়েছে, যেখানে এটি মানুষের শাস্তির চূড়ান্ত পরিণতি হিসেবে চিহ্নিত।

# কুরআন ও হাদিসের আলোকে জাহান্নামের বর্ণনা

কুরআনে এবং হাদিসে জাহান্নামের শাস্তির বর্ণনা এসেছে, যা আমাদের সতর্ক করে এবং আল্লাহর আদেশ পালন করতে অনুপ্রাণিত করে।

*অগ্নির শাস্তি
কুরআনে আল্লাহ তাআলা বলেন,
“يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ”
(সূরা আত-তাহরিম, আয়াত ৬)
অর্থাৎ, “হে ঈমানদারগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই অগ্নি থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর।”

*অবিশ্বাসীদের জন্য শাস্তি
“إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا”
*(সূরা আন-নিসা, আয়াত ৫৬)
অর্থাৎ, “যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে, তাদেরকে আমি আগুনে দগ্ধ করব।”

*মুনাফিকদের অবস্থান
*”إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ”
(সূরা আন-নিসা, আয়াত ১৪৫)
অর্থাৎ, “নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না।”

*শাস্তির তীব্রতা
হাদিসে আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন,
“إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا مَنْ لَهُ نَعْلَانِ مِنْ نَارٍ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ”
অর্থাৎ, “জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত সেই ব্যক্তি, যার পায়ে আগুনের দুটি জুতা থাকবে, যা তার মস্তিষ্ক ফুটিয়ে তুলবে।”
*(সহিহ মুসলিম, হাদিস নং ৫১৩)

*জাহান্নামের অগ্নির ভয়াবহতা
রাসূলুল্লাহ (সা.) বলেন,
“إِنَّ هَذِهِ النَّارَ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ حَرِّ جَهَنَّمَ”*
অর্থাৎ, “এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের মাত্র সত্তর ভাগের একভাগ।”
*(সহিহ মুসলিম, হাদিস নং ২৮৪৪)

# শিক্ষণীয় দিক

জাহান্নামের শাস্তি সম্পর্কে জানা আমাদেরকে আল্লাহর পথ অনুসরণের প্রেরণা দেয় এবং পাপ থেকে বিরত থাকতে উৎসাহিত করে। এটি আমাদেরকে সতর্ক করে যে, আল্লাহর আদেশ মেনে চলা এবং সৎ পথে থাকা জরুরি। জাহান্নামের শাস্তি এবং ভয়াবহতা আমাদেরকে সঠিক পথে চলতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করবে।

জাহান্নামের তীব্র শাস্তির চিন্তা আমাদের মনকে আল্লাহর দিকে প্রবৃদ্ধি করতে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য সৎ কাজ করতে উৎসাহিত করে।

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Raw Food BD Mustard Oil