জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। অধ্যাপক আমির হোসেনের স্থলে তাকে এই নিয়োগ দেয় প্রশাসন।
আজ মঙ্গলবার, ১ই জুন মো. মাহমুদুল আলম(উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়) স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই নিয়োগের তথ্যটি জানানো হয়।
বিবৃতি থেকে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও বর্তমানে কোষাধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত শেখ মো. মনজুরুল হককে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
ইতিপূর্বে, শেখ মো. মনজুরুল হক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে চার বছরের জন্য দায়িত্ব প্রাপ্ত ছিলেন। তার কার্যমেয়াদ শেষ হবার আগেই উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন এই অধ্যাপক।