নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে,মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
আজ ১৭ই মার্চ বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপরে জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি পুষ্পমাল্য অর্পণ করেন।
এর পরপরই স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন,
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল,জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক আব্দুল খালেক,
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের পক্ষে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মিদুল,জেলা যুব মহিলা লীগের পক্ষে সভানেত্রী সামিউন বাসিরা পলি, মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিসের পক্ষে জেলা কমান্ডার রাকিবুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, মেহেরপুর জেলখানার পক্ষে ভারপ্রাপ্ত জেল সুপার ও সহকারি কমিশনার নিরুপমা রায়
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. রফিকুল ইসলাম,ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার,জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী,পিপি পল্লব ভট্টাচার্য, জেলা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী,জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন মেহেরপুর সরকারি কলেজ এর পক্ষে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক
সহ আরো বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।