আসলাম বেগ/জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি), বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২১-২২ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের র্শিক্ষার্থী মোঃ মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন রনি।
শনিবার (৯ অক্টোবর) ফোরামের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
সহ সভাপতি, মোঃ ইমরান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক যুবাইয়া কাদের, সাংগঠনিক সম্পাদক মাইশা শওকত, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদক মনোমোহিনী রায়, দপ্তর সম্পাদক জান্নাতী বেগম ও প্রশিক্ষণ সম্পাদক রেজাউল করিম রিয়াদ।
উল্লেখ্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশের ১৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়,জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি।