fbpx
সংবাদ শিরোনাম
ওয়াইজেএফবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া মুক্ত, ১২ জনের বিচার প্রক্রিয়া শুরু বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া- স্বরাষ্ট্র উপদেষ্টা  নজরুল বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের নতুন কার্যনির্বাহী কমিটি মৌমি! মানুষকে হাসিয়ে রাখা যার কাজ সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

/ Uncategorized

জবি সাংস্কৃতিক কেন্দ্রের অন্যরকম বসন্ত বরণ 

                                           
প্রকাশের সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

জবি প্রতিনিধিঃ “ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত” এ যেন এক চির প্রচলিত প্রথা। বিগত বছর গুলোতে সশরীরে আনন্দঘন আয়োজনের মাধ্যমে বসন্তকে বরণ করে থাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইন্সটিটিউট ও সাংস্কৃতিক সংগঠন গুলো৷ তবে এবছর করোনা ভাইরাসের কারণে ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেমনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র (জবিসাকে) বিভিন্ন আয়োজনের মাধ্যমে বসন্তকে বরণ করে নিয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত বরণের আয়োজন করা হয়৷ এতে সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নৃত্য, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন।

সম্প্রতি পরলোকগমনকৃত ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি লতা মঙ্গেশকারের স্মরণে সাংস্কৃতিক সংগঠনের সংগীত সম্পাদক সিয়ামুল ইসলাম তুহিন ও সহসংগীত সম্পাদক মেহেরিন আফরোজ সূচি গান পরিবেশন করেন। ফাল্গুনী নৃত্য পরিবেশন করেন সহনৃত্য সম্পাদক রাউফুন সিনথী। আরো গান পরিবেশন করেন আবৃত্তি সম্পাদক তামজিদা ইসলাম মুন্নি এবং সংগঠনের সহযোগী সদস্য নাদিয়া আফরিন মৌরি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূইয়া বলেন, “করোনা সংক্রমণের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে বসন্তকে বরণ করে নিয়েছি। বসন্ত বরণ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা থাকলে করোনার কারণে সম্ভব হয়নি।”

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত বছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বিভিন্ন আয়োজনের মাধ্যমে ভার্চুয়ালি বসন্তকে বরণ করে নিয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil