fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ছাত্রলীগ নেতা মনজেল

                                           
প্রকাশ : সোমবার, ১ মার্চ, ২০২১
ছাত্রলীগ পরিচালিত হোক মননে-সেবায়; পেশীশক্তিতে নয়!' - তৃণমূলের ছাত্রলীগ নেতা মনজেল

মনজেল হোসেনঃ ছাত্রলীগগ নেতা মনজেল হোসেন’র ২১ তম জন্মদিন

আজ ১মার্চ ছাত্রলীগ নেতা মোঃ মনজেল হোসেন’র ২১ তম জন্মদিন। ২০০০ সালের এই দিনে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভুলবাকুটিয়া গ্রামের একটি সম্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন তিনি।

পিতাঃ মৃত মোঃ আব্দুল্লাহ মাতাঃ মোছাঃ মুন্জুয়ারা খাতুন এর সন্তান মনজেল হোসেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও বিভিন্নভাবে তিনি নিয়োজিত রয়েছেন। প্রচন্ড আশাবাদী এক মানুষ। তাঁর জীবন-অভিধানে হতাশা শব্দটি নেই।

কৃতজ্ঞতা প্রকাশ,১ মার্চ আমার জন্মদিন। সারাদিন কেটেছে জন্মদিনের শুভেচ্ছার জবাব দিতে দিতে। নোটিফিকেশনের ভীড়ে হয়তো অনেকের উইশের রিল্পাই দিতে দেরি হয়েছে অথবা একদম-ই দেয়া হয় নি। সে জন্য আগেই ক্ষমা প্রার্থনা করছি।

ফেসবুক, টুইটার, মেইল, ইনবক্স, টেক্সট, হোয়াটস অ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে যাঁরা আমাকে উইশ করেছেন আপনাদের সকলকে আমার পক্ষ হতে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।

নানা ঝামেলায় কিংবা ভুলে যাওয়ার কারনে যারা আমাকে উইশ করতে পারেন নি, তাদের জন্যও আমার ভালোবাসা থাকবে।

জীবনের মধ্যগগ্নে দাঁড়িয়ে আমি ভাবছি, দেখছি এবং উপলব্ধি করছি

আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা আর আমাকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়া, আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরনা যুগিয়েছে।

আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন। আমার অজান্তে হাজারো প্রাণ প্রতিনিয়ত আমার কল্যাণ প্রার্থনা করছে। আমার শতশত সিনিয়র আওয়ামীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মী,সহযোদ্ধা, বন্ধু,আত্নীয়, অজানা শুভাকাংখী আমার সাফল্য দেখতে উন্নুখ হয়ে বসে আছেন।

আমি প্রস্তুত,আবারো চ্যালেঞ্জ নিতে আপনাদের মুখে হাসি ফুঁটাত

আপনাদের এমন ভালোবাসার বহিঃপ্রকাশ না ঘটলে হয়ত আমি এখানেই থেমে যেতাম, সাহস হারিয়ে পাল শূন্য নৌকার মত ভেসে বেড়াতাম জীবন সাগরে।

আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত।

ধন্যবাদ আপনাদের, আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য আজীবন থাকবে, ইনশা আল্লাহ।

বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শাহজাদপুরের গনমানুষের নেতা চয়ন ইসলাম

সাবেক সংসদ সদস্য দুই দুইবারের সফল এমপি।

সাবেক আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ সপ্তম জাতীয় কংগ্রেস।

সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটি

সভাপতি স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটি।

প্রিয় নেতার জন্য শুভ কামনা।

আজকের এই শুভদিনকে ঘিরে কেমন কি প্রত্যাশা করছেন জানতে চাওয়া হলে, ছাত্রলীগ নেতা মনজেল জানান,আজকে তেমন কোন আয়োজন নাই,তবে আল্লাহ তা’আলার প্রতি লাখো শুকরিয়া এখনো সুস্হ আছি।

আমার ভবিষ্যতের প্রতিটি সাফল্য , প্রতিটি সুখ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, আপনাদেরকে আমার পাশে চাই অতীতের মত।

ভাল থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।

আল্লাহ হাফেজ।

ইতি

আপনাদেরপ্রিয়

মোঃ মনজেল হোসেন

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন