যশোর প্রতিনিধিঃ জন্মদিন পালন হোক অন্য রকম তেমনি ১৪ই ফেব্রুয়ারি দুপু্র ২টার দিকে নিজের জন্মদিনটা স্মরণীয় রাখতে প্রায় ৩০ জনের বেশি এতিম বাচ্চাদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করেন আলোর প্রদীপ ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক এস ডি সুজন।এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করার পর ছুটে চলে যায় হসপিটালে মুমূর্ষ রোগীকে রক্তদানের জন্য সেই সাথে আলোর প্রদীপ ব্লাড ব্যাংক কেশবপুরের মহিলা বিষয়ক সম্পাদক মিস রুনা খাতুনের শুভ রক্তদান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন আলোর প্রদীপ ব্লাড ব্যাংক এর এক ঝাঁক তরুণ-তরুণী সংগঠনের সভাপতি নাঈম ইসলাম সহ নাঈম,মহিলা বিষয়ক সম্পাদক মিস রুনা খাতুন, সম্মানিত সদস্য খায়রুল বাসার, রনি, মেহেদী, পংকজ, তানিয়া আরও অনেকই।