মেহেরপুর প্রতিনিধিঃ উন্নয়নের অগ্রযাত্রায় বেগবান গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে বাংলাদেশ। উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে গ্রাম থেকে শহরে।
শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল।
২০২১ সালে সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় ধাপে বামন্দী ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন ওবায়দুর রহমান কমল।
নৌকা মার্কা প্রতীকে নির্বাচিত হওয়ার দেশে চলমান উন্নয়নের স্বাদ বামন্দী ইউনিয়নবাসীর কাছে পৌঁছে দিয়েছেন বদ্ধপরিকর হয়ে। জনগণের সুখ দুঃখের সঙ্গী, তরুণ প্রজন্মের বন্ধু হিসেবে কাজ করে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন ওবায়দুর রহমান কমল।
ভবিষ্যতের দিনগুলোতে ওবায়দুর রহমান কমল বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপোষহীন ভাবে কাজ করার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। সর্বোপরি তিনি সাধারণ মানুষের সেবক হয়ে কাজ করতে চান।