স্টাফ রিপোর্টারঃ একজন প্রকৃত শিল্পী রাষ্ট্রীয় সম্পদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বানী শিল্পীদের করেছে আরও সম্মানিত। বাংলাদেশের তেমনি একজন প্রকৃত সংগীত শিল্পী বাউল শফি মন্ডল। যিনি গান হৃদয়ে ধারন করেন, লেখেন, পরিবেশন করেন। যার সমন্বয়ে পেয়ে থাকেন হাজার হাজার মানুষের সম্মান শ্রদ্ধা আর বুক ভরা ভালোবাসা। তৈরি হয় হাজার হাজার ভক্তবৃন্দ। একজন শিল্পী কে অধিকাংশ মানুষ সম্মানের সহিত মায়ার ভালোবাসায় বন্দি করতে চাই।
তারই ধারাবাহিকতায়, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের শুভাকাঙ্ক্ষী, কুষ্টিয়ার কৃতি সন্তান বাংদেশের জনপ্রিয় সংগীত শিল্পী বাউল শফি মন্ডলের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুষ্টিয়ার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকালে তার নিজ বাসভবনে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাতকালে প্রত্যয় যুব সংঘ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় প্রত্যয় যুব সংঘের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট নারীনেত্রী শাহনাজ সুলতানা বনি, প্রত্যয় যুব সংঘের সভাপতি তরুণ মিডিয়া ব্যাক্তিত এস, এম সুমন, প্রত্যয় যুব সংঘের সদস্য জেডএম সায়াদ সহ অন্যান্য রা উপস্থিত ছিলেন। সাক্ষাৎতাকালে প্রত্যয় যুব সংঘের কার্যমকর্ম সম্পর্কে বিস্তার আলোচনা হয়।