fbpx
সংবাদ শিরোনাম
জাহান্নাম মোংলা হবে বিশ্বমানের নিরাপদ ও আধুনিক সমুদ্রবন্দর: নৌপরিবহন উপদেষ্টা জমকালো আয়োজনে মাভাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট মেহেরপুরের গাংনীতে সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহিদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ ওয়াইজেএফবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া মুক্ত, ১২ জনের বিচার প্রক্রিয়া শুরু বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া- স্বরাষ্ট্র উপদেষ্টা 
নোটিশ :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশান্তর’ এ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ই-মেইলে সিভি পাঠানোর জন্য বলা হয়েছে। সিভি পাঠানোর ই-মেইল: dainikdeshantar@gmail.com  অথবা ০১৭৮৮-৪০৫০৯১ এ যোগাযোগ করুন।

/ Uncategorized

ছাত্রীর সন্তানকে কোলে নিয়ে ক্লাস নিলেন নোবিপ্রবি শিক্ষক 

                                           
এস আহমেদ ফাহিম
প্রকাশের সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ সানজিদা আক্তার।পড়ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে। আজ(১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে নিজের ১০ মাস বয়সী বাচ্চাকে নিয়ে ল্যাব ক্লাসে হাজির হন সানজিদা। ছাত্রীর বাচ্চাকে কোলে নিয়ে পুরো সময় ক্লাস নেন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় সাহা সনেট।

বিশ্ব ভালোবাসা দিবসে এই ক্লাস ইতিমধ্যে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছাত্রীর বাচ্চা কোলে নিয়ে ক্লাস নেওয়াকে নেওয়াকে গুরু-শিষ্যের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।

সানজিদা আক্তার বলেন,আমি অনেক ভয়ে ছিলাম স্যার যদি বকা দেয় যে বাচ্চা নিয়ে কেন আসলাম।অন্যদের ডিস্টার্ব হবে এইজন্য বা স্যার এর ক্লাস নিতে ডিস্টার্ব হবে।কিন্তু স্যার আমাকে বকা দেন নি। বরং সুন্দর করে বলেছেন যে, মায়ের জন্যই ও এডমিশন ছাড়াই ক্লাসে আসার সৌভাগ্য হয়েছে।স্যারের এ আচরণে আমার চিন্তাভাবনার উপর অনেক বেশি পজিটিভ প্রভাব ফেলেছে।

পরিবেশ বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, বাবা-মায়ের পর শিক্ষকই যে ছাত্রের কাছে দ্বিতীয় পিতা বা মাতার মর্যাদায় আসীন হন তা আমাদের সবারই জানা। তবে এই ছাত্র-শিক্ষক সম্পর্ক আজ কতটুকু ফুটে উঠে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তা আমাদের সবারই জানা৷ সমাজের প্রায় সকল মানুষের মাঝে ধারণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থী থেকে দূরত্ব বজায় রাখে৷ কিন্তু সেই ধারণাকে পাল্টে দিলো।আমরা স্যারদের এমন ভালোবাসাই কামনা করি সব সময়। স্যারদের প্রতি শ্রদ্ধা আজ (১৪ ই ফেব্রুয়ারী) আরো বেড়ে গেল।

ছাত্রীর বাচ্চা কোলে নিয়ে ক্লাস নেওয়া শিক্ষকের প্রশংসা করেন অন্য বিভাগের শিক্ষার্থীরাও।বাংলাদেশ এন্ড মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমরা এমন শিক্ষক দেখতে চাই প্রতিটি বিভাগে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। তাহলে বিশ্ববিদ্যালয় হবে প্রকৃত জ্ঞান অর্জনের চারণ ভূমি।”

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞাপন

Raw Food BD Mustard Oil

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগ থেকে পড়ুন
Raw Food BD Mustard Oil