চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মতুভায়া দিবস
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলী জাতির
জীবনের এক অবিশ্মরণীর দিন। পাকিস্তানের শাসকগােষ্ঠীর দুঃশাসন ও শােষণের শূলল ভেঙ্কে বাঙালি
জাতিসন্তা বিনির্মাণের প্রথম সােপান। ব্রিটিশ ঔপনিবেশিক শূল থেকে মুক্ত হতে না হতেই পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা বাংলা কেড়ে নিতে চায়। মােহাম্মদ আলী জিন্নাহ ঘােষণা দিলেন
“উদুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ট্ভাষা”। বিক্ষোন্তে কেটে পড়ে পূর্ববাংলার ছাত্র জনতা। প্রতিবাদের লড়াইয়ে
সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব বাংলার ছাত্রসমাজ এই ঘােষণার বিরুদ্ধে
বিক্ষোভডে ফেটে পড়ে ঢাকার রাজপথে। রষ্ট্রভাষা বাংল চাই শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বাংলার
আকাশ-বাতাস। চাকার রাজপথ রক্রিত হয় রফিক, শফিক, সামাম, বরকত, জবারসহ নাম না ভানা
অণণিত শহীদের রক্তে। মায়ের ভাষার অধিকার ও রষ্ট্রভাষা প্রতিষ্ঠার সংগ্রাম ছিল বীর বাঙালি জাতির
লড়াই-সংগ্রাম আর বীরত্বের গৌরব্ণাথাে অধ্যায়। রাষ্ট্রভাধার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার কারণে জাতির
পিতা বনঙ্গবন্ধু শেখ মুিবুর রহমানকে কারাবরণ করতে হয়। শহীদের রস্তে রঙ্জিত অমর একুশে ফেব্রুয়ারি
বাংলী জাতির আত্মপ্রতিষ্ঠা, আত্মবিকাশ ও আত্ম-কিশ্লেষণের দিন
বায়ান্নর অমর একুশের পথ ধরেই ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে আপিয়ে পড়েছিল। ৫২- এর ভাষা আন্দোলনের বীর শহীদদের চেতনা ও দেশপ্রেম ধারণ করে ত্রিশ লক্ষ শহীদের বুকের রক্ত আর দু’লক্ষ মা-বানের সম্রম
আন্তত্যাগ এর বিনিময়ে ১৯৭১ সলে মুক্ত হয় আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে সৃষ্টি হয় লাল সবুজের পতাকা, একটি স্বাধীন রষ্ট্র। প্রিয় মাতৃভাষার মর্যাদা-অধিকার রক্ষা, স্বাধীনতা সংগাম
ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভালিত অগণিক শহীদের রক্তে রঞ্জিত দিবসটি বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ
জেলা শাখা বরাবরের মতাে এবারও শ্রদ্ধাবলতচিততে স্মরণ ও পালন করবে।
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভভাষা দিবস পলক্ষে বাংলাদেশ
ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার গৃহীত কর্মসূচি
সকাল ৭.৩০ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দর্ণীয় পতাকা অর্থনমিতকরণ ও কালাে
পতাকা উদ্তোলন।
সকাল ৮.০০ মিনিটে শােক র্যালী।
সকাল ৮.১৫ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পন্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রণীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সকল নেতাকর্মীর যথাযথ স্বাস্থ্য সুরক্ষা
বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকবে