জাবি প্রতিনিধিঃ ৩ বছর ধরে একই বর্ষে থাকায় চুড়ান্ত পরীক্ষার দাবিতে আমরণ অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থীরা।
আজ রবিবার(২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টা থেকে নূর হোসেন ও নাঈম শেখ নামে দুজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কমপক্ষে আরও ৩০ জন শিক্ষার্থী অনশনে যোগ দেন।
তারা জানান, ৩ বছর ধরে একই বর্ষে থাকায় বাধ্য হয়ে অনশনে বসেছেন তারা। দাবি হিসেবে প্রশাসনের কাছে রোজার ঈদের আগেই পরীক্ষা নেওয়ার আহ্বান জানান। দাবি না মানা হলে অনশন থেকে উঠবেন না জানান তারা।
তাদের সাথে কথা বলে জানা যায়, নানা কারণে এবং বহুদিন ধরে একই বর্ষে অবস্থান করায় তারা মানসিকভাবে বিপর্যস্ত। ইতিপূর্বে প্রশাসন কথা দিয়েও কথা রাখেনি। গত ২ ফেব্রুয়ারি চুড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন ও মাননীয় উপাচার্য বরাবর স্মারক লিপি পাঠিয়েছিলেন ৪৬ তম আবর্তনের শিক্ষার্থীরা।
প্রশাসন এখন পর্যন্ত কোন পদক্ষেপ না নেওয়ায় অনশনে বসেছেন বলে জানান তারা। কোন পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অনশন ছাড়বেন না বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।