চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫নং ইউনিয়নের চেয়ারম্যান এজাবুল হক বুলি তার চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন। সুপ্রিম কোর্টের
হাই কোর্ট ডিভিশনে আবেদনের পরিপেক্ষিতে
গতকাল (২৪ মার্চ) চেয়ারম্যান পদবী ফিরে পেয়েছেন বলে জানিয়েছে তিনি।
সুপ্রিম কোর্টের দেয়া কাগজের সুত্রধরে জানা যায় সংবিধানের ১০২ ধারা অনুযায়ী জনাব মোঃ এজাবুল হক বুলিকে বিচারক এ্যাডঃ জনাব মোঃ খসরুজ্জামান ও এ্যাডঃ জনাব মোঃ মাহমুদ হাসান তালুকদার এ আদেশ দেন।
আদেশে তারা উল্লেখ করেন স্হানীয় সরকার পূর্বে যে আদেশ দিয়েছিলো (বরখাস্ত) সেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তাই চেয়ারম্যান পদে বুলিকে ৬ মাসের জন্য বহল রাখা হলো এ আদেশ ২৫ মার্চ থেকে কার্যকর হবে।