চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ফের করোনার সংক্রমণ রোধে জোলা পুলিশের মাক্স বিতরণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্বরোড মোড়ে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ মাক্সও বিতরণ করা হয়। সুত্র বলছে আজ পুলিশ মাক্স বিতরণ করেন প্রায় ৫০০ জনকে।
এ সময় উপস্থিত ছিলেন; পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব,অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) আইয়ুব ইসলাম রনি,ওসি ডিবি বাবুল আখতার,সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন,টিআই -১ সারওয়ার,টিআই-২ আনিসুজ্জামান প্রমুখ।